খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২ ডিসেম্বর, দেগঙ্গাঃ মিড ডে মিলের চাল চুরির অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। স্কুলের শৌচাগার থেকে উদ্ধার হল ড্রাম ভর্তি চাল। চুরির অভিযোগে শিক্ষককে মারধর এমনকি তালাবন্দি করে রাখারও অভিযোগ উঠেছে। উত্তর ২৪ পরগনার দেগঙ্গার চৌরাশি গ্রাম পঞ্চায়েতের রাজুকবেড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা।
গ্রামবাসীদের অভিযোগ, ওই স্কুলের টিআইসি সমীর কুমার দে দীর্ঘদিন ধরে স্কুল থেকে চাল চুরি করছেন। মিড ডে মিলের চুরির চাল শৌচাগারে লুকিয়ে রাখতেন। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সঙ্গেও খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ। শনিবার সকালে গ্রামবাসীর স্কুলে গিয়ে তালা দিয়ে স্কুলের টিআইসি সমীর কুমার দে এবং পার্শ্ব শিক্ষক চৈতন্য পালকে আটকে রাখেন। দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে।
গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে স্কুলের শৌচাগারের মধ্যে ড্রামে করে রাখা চাল উদ্ধার হয়।গ্রামবাসীরা মিড ডে মিলের খাতা দেখতে চান। খাতা দেখতে গিয়ে চক্ষু চড়ক গাছ। দেখা যায়, ৪০ থেকে ৫০ জন ছাত্রছাত্রী উপস্থিত দেখিয়ে তাদের মিড ডে মিলের জন্য বরাদ্দ চাল চুরি করে নিচ্ছেন শিক্ষকেরা।
শনিবার সকালে গোটা বিষয়টি জানাজানি হতেই বিক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি করেছেন অভিভাবক তথা গ্রামবাসীরা। বিষয়টি প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ব্লকের মিড ডে মিলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক।