খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১ অগাস্ট, টাকিঃ স্কুলের ল্যাবরেটরিতে অ্যামোনিয়ার জারে বিস্ফোরণ। ঘটনায় গুরুতর অসুস্হ শিক্ষক-সহ অন্তত ১০ ছাত্রী। মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার টাকি পুরসভার টাকি ষষ্ঠীচরণ নীলমাধব উচ্চ বালিকা বিদ্যালয়ে। অসুস্হরা ভর্তি রয়েছেন হাসপাতালে।
জানা গিয়েছে, এদিন দুপুরে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রীদের নিয়ে শিক্ষক অর্ণব গুহ দাস স্কুলের ল্যাবরেটরিতে বিজ্ঞানের প্র্যাকটিক্যাল ক্লাস করাচ্ছিলেন। সেই সময় হঠাৎই আমোনিয়া গ্যাসের জারে বিস্ফোরণ হয়। বিকট শব্দ শুনে অন্যান্য শিক্ষক ও পড়ুয়ারা এসে অসুস্হ শিক্ষক এবং ছাত্রীদের উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন।
স্কুল সূত্রে খবর, দীর্ঘ দিন ধরে ওই গবেষণাগারটি বন্ধ ছিল। তবে কী ভাবে এবং কেন অ্যামোনিয়া রাখা পাত্রে বিস্ফোরণ হল, তা স্পষ্ট নয়। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে স্কুলের অন্যান্য ছাত্রীরা। যদিও স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। ঘটনার পুনরাবৃত্তি রুখতে ল্যাবে থাকা প্রতিটি গ্যাস জার ভাল করে পরীক্ষা করে দেখা হচ্ছে।