খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১ অক্টোবর, কানপুর: দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ পকেটে পুরে নিল ভারত। মাত্র আড়াই দিনেরও কম সময়ে জয় এল। কানপুর টেস্টের প্রথম দিন মাত্র ৩৫ ওভার খেলা হয়েছিল। দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষিত হয়। এক বলও গড়ায়নি কানপুরের গ্রিন পার্কে।
চতুর্থ দিন অবশ্য খেলা হয়। আর পঞ্চম দিন লাঞ্চের পরই খেলা শেষ হয়ে যায়। মাত্র আড়াইদিনেই ভারত যে কানপুর টেস্ট জিততে চলেছে, তা মোটামুটি পরিষ্কারই ছিল। কাঙ্খিত জয় কখন আসবে, তারই অপেক্ষা ছিল। বাংলাদেশের দেওয়া ৯৫ রানের টার্গেট ৩ উইকেট হারিয়েই তুলে নিল ভারত।
টেস্টের প্রথম দিনে ৩৫ ওভারে ১০৭ রান তুলেছিল বাংলাদেশ। দু’দিন নষ্ট হওয়ার পর চতুর্থ দিনে ব্যাট করতে নেমে ২৩৩ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। ৭৪.২ ওভার ব্যাট করে তারা। ভারত ব্যাট করতে নেমেই বুঝিয়ে দেয় তারা টেস্ট জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নেমেছে। প্রথম তিন ওভারে রোহিত-যশস্বী তোলেন ৫০ রানের বেশি।
চতুর্থ দিনে দলগত দ্রুততম ৫০, ১০০, ২০০ সবই ছিল ভারতের নামে। ৩৫ ওভারের মধ্যে ভারত করে ২৮৫ রান। ৫২ রানের লিড নিয়ে ইনিংস ডিক্লেয়ার করে বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়ে দেন রোহিত। ভারত মাত্র ৫২ রানে লিড নিলেও বাংলাদেশ বড় রান তুলে পাল্টা চাপ তৈরি করতে পারল না। ভারতীয় বোলারদের সকলে মিলে উইকেট তোলায় চাপে পড়ে যায় বাংলাদেশ।
ভারতের সামনে ৯৫ রানের লক্ষ্য রাখে তারা। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে তিনটি করে উইকেট নেন বুমরা, অশ্বিন এবং জাডেজা। আর আকাশ দীপ নেন একটি উইকেট। ভারতীয় দল ৯৫ রান করতে নেয় মাত্র ১৭.২ ওভার। রোহিত শর্মা (৮) এবং শুভমন গিল (৬) বেশি রান করতে পারেননি।
কিন্তু যশস্বী (৫১) এবং বিরাট (২৯) মিলে ভারতকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয়। যশস্বী আউট হলেও বিরাট অপরাজিত থেকে যান। ম্যাচের সেরা হয়েছেন যশস্বী জয়সওয়াল। সিরিজের সেরা হলেন রবিচন্দ্রন অশ্বিন। এই জয়ের সুবাদে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও ভারত সুবিধাজনক জায়গায় পৌঁছে গেল।