খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২০ নভেম্বর, নয়াদিল্লিঃ সবে শেষ হয়েছে বিশ্বকাপ। তবে বিশ্রাম নেই ভারতীয় ক্রিকেটারদের। বিশ্বকাপ ফাইনালের চার দিন পরেই আবার মাঠে নামতে হবে ভারতীয় দলকে।বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার সঙ্গেই ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলবেন রোহিতরা। আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে এই সিরিজ।
সেই সিরিজ শেষ হতে না হতেই ভারতীয় ক্রিকেট দল উড়ে যাবে দক্ষিণ আফ্রিকা। সেখানে রোহিতরা টেস্ট, ওয়ানডে ও টি২০ সিরিজ খেলবেন। আগামী ১০ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত প্রোটিয়াদের বিরুদ্ধে দু’টি টেস্ট ম্যাচের সিরিজ ও তিনটি করে ওয়ান ডে ও টি২০ ম্যাচের সিরিজ খেলবে ভারত।
দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেও বিশ্রাম মিলবে না। ১১ জানুয়ারি থেকে শুরু হবে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৭ জানুয়ারি শেষ হবে সেই সিরিজ। এর পর ভারতে আসবেন বেন স্টোকসেরা। ভারত এবং ইংল্যান্ডের টেস্ট সিরিজ় চলবে ২০২৪ সালের ২৫ জানুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত। পাঁচটি ম্যাচের টেস্ট সিরিজ় খেলবে দু’দল। এই সিরিজ শেষ হতে না হতেই বেজে যাবে আইপিএলের ঘণ্টা। অর্থাৎ, আগামী ছয় মাস বিশ্রামের তেমন কোনও সুযোগই নেই ভারতের জাতীয় দলের।