খবরিয়া নিউজ ডেস্ক, ২২শে জুন, কোচবিহার:
সামনেই পঞ্চায়েত ভোট। আর চারিদিকে বাড়ছে রাজনৈতিক রণক্ষেত্রের হিংস্র রূপ। এবার রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেস প্রার্থীর ভোট প্রচারের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো কোচবিহার জেলায়। তৃণমূলের অভিযোগ বিজেপি এই কাজ করেছে। যদিও বিজেপির তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘটনার প্রতিবাদে বক্সিরহাট বিডিও অফিস সংলগ্ন রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। ঘটনার জেরে ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, ভানু কুমারী এক গ্রাম পঞ্চায়েতের ঠেটারপার বিডিও অফিস সংলগ্ন তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে লাগানো পোস্টার ছেড়া হয়েছে।
পঞ্চায়েত সমিতির ১৮ নং আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সবিতা কার্জি সাহা। তিনি তুফানগঞ্জ ২ নং পঞ্চায়েত সমিতির বিদায়ী সহকারী সভাপতি স্বপন কুমার সাহার স্ত্রী। যদিও গোটা ঘটনা বিজেপির পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। বক্সিরহাট থানা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই এইরূপ বিক্ষিপ্ত ঘটনা কপালে চিন্তার ভাঁজ ফেলছে রাজনৈতিক নেতা থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তাদের।