খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৪ জুন, হিলি: দক্ষিণ দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া হিলি ব্লকের মুলাহাটে বিজেপির ফ্লেক্স ছিড়ে ফেলার ঘটনায় উত্তেজনা ছড়াল। আজ সকালে ঘটনার কথা জানাজানি হতেই ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় বিজেপি প্রার্থী সহ একাধিক নেতৃত্ব।
এরপর খবর দেওয়া হয় স্থানীয় থানায়। কে বা কারা এ কাজ করেছে তা জানা না গেলেও, যেহেতু এই আসনটি বিজেপির জেতা আসন এবং গত নির্বাচনে তারা জয়লাভ করেছিল তাই বিজেপিকে ভয় পেয়ে বিরোধীরা এমন কাজ করেছে, বলে বিজেপি নেতৃত্বের অনুমান।
এদিন ঘটনাস্থলে হাজির হয় হিলি থানার পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ। উল্লেখ্য গতকাল হিলি ব্লকের তিন নম্বর ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের লালপুর এলাকায় বিজেপির ফ্লেক্স ছিঁড়ে ফেলায় উত্তেজনা ছড়িয়েছিল। আজ আবারও মুলাহাট গ্রামে একই ঘটনা ঘটল।
এই ঘটনাটিতে বিরোধীরা তীব্র ভাবে প্রতিবাদ জানিয়েছেন এবং দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়ার কথাও তারা জানিয়েছেন। এ বিষয়ে তৃণমূল ও আরএসপির প্রার্থীরা জানান, যারা এ কাজ করেছে ,অন্যায় করেছে। অন্যদিকে বিজেপির হিলি মন্ডলের সভাপতি রবীন্দ্রনাথ মাহাতো জানিয়েছেন, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে’।