জম্মু কাশ্মীরে অনুপ্রবেশ রুখে দিল সেনা বাহিনী, খতম পাক জঙ্গি

0
34

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৭ জুলাই, শ্রীনগরঃ জম্মু কাশ্মীরে ফের অনুপ্রবেশ রুখে দিল জম্মু কাশ্মীর পুলিশ ও সেনা। সেনার গুলিতে মৃত্যু হল এক জঙ্গির। সেনার তরফে জানানো হয়েছে, সোমবার ভোরে পুঞ্চ জেলার দেগওয়ার সেক্টরে কিছু অস্বাভাবিক গতিবিধি নজরে আসে সেনা বাহিনীর।

সেনার তরফে তাদের লক্ষ্য করে গুলি করা হলে, পাল্টা গুলি চালায় জঙ্গিরাও। কিছুক্ষণের মধ্যেই মারা যায় এক জঙ্গি। তবে অন্য জঙ্গি দীর্ঘক্ষণ ধরে লড়াই চালিয়ে যায়। বেশ কিছুক্ষণ পরে সে পিছু হঠে জখম অবস্হাতেই পালিয়ে যায়। নিহত জঙ্গির দেহ উদ্ধার করার জন্য এলাকায় তল্লাশি শুরু করেছে সেনা। আহত জঙ্গি মারা গিয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, রবিবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় সেনা এবং জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ে মৃত্যু হয় এক জঙ্গির। শনিবারও রাজৌরি সেক্টরের খাওয়াস অঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলে। কুলগাম জেলায় সেনা-জঙ্গি সংঘাতের সময় জঙ্গিদের চালানো গুলিতে নিহত হয়েছিলেন তিন সেনা জওয়ান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here