১০ ফুট অজগর উদ্ধার ঘিরে চাঞ্চল্য মাথাভাঙ্গায়

39

মাথাভাঙ্গা, ১৩ ডিসেম্বরঃ ফের অজগর উদ্ধার মাথাভাঙ্গায়। শুক্রবার মাথাভাঙ্গা ১ ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের বেলতলা গ্রামে অজগর উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। এদিন এক ব্যক্তি বাড়ির পাশে অজগর সাপ দেখে চিৎকার করলে গ্রামবাসীরা ছুটে আসে। সাপ দেখতে সেখানে গ্রামবাসীরা ভিড় জমান। খবর দেওয়া হয় বন দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্বর্পপ্রেমী মফিজুল বাজিকর।

তবে এর আগেও এলাকা থেকে দুটো অজগর সাপ উদ্ধার হয়। পর পর অজগর সাপ উদ্ধারের ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা। এলাকায় জঙ্গল পরিষ্কার করার দাবি তুলেছেন গ্রামবাসীরা।

এদিন এবিষয়ে মফিজুল বাজিকর জানান, এদিনের উদ্ধার হওয়া অজগর সাপটি লম্বায় ১০ ফুটের বেশি। সাপটি উদ্ধারের পর বন বিভাগের নির্দেশে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।