মনিরুল হক, কোচবিহারঃ রাজ্য স্তরের ৩৬তম ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতায় প্রস্তুতি নিয়ে বৈঠক হল কোচবিহার জেলাশাসকের কনফারেন্স হলে। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ৩৬ তম রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তুফানগঞ্জ ১ ব্লকের বলরামপুর হাই স্কুলের ফুটবল খেলার মাঠে। ওই সঙ্গীত প্রতিযোগিতা আগামী ৩, ৪, ৫, ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এদিন ওই বৈঠকে উপস্থিত ছিলেন ৩৬ তম রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা কমিটির চেয়ারম্যান রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, যুগ্মভাবে ভাইস চেয়ারম্যান মন্ত্রী বুলুচিক বারাইক ও বংশীবদন বর্মণ,সম্পাদক তথা জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, কমিটির সদস্য পার্থ প্রতিম রায়, বিনয় কৃষ্ণ বর্মণ, সৌরভ চক্রবর্তী, বিজয় কুমার বর্মণ, কোচবিহার জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সহ আরও অনেকে।
জানা গেছে,সম্প্রতি ৩৬ তম রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতায় কমিটি গঠন হয়। সেই কমিটির চেয়ারম্যান হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সহ ২৪ জনের। তারপরেই সেই রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতায় কমিটির সদস্যদের নিয়ে জেলাশাসকের হল ঘরে ওই বৈঠক হয়। ওই বৈঠকে কোথায়, কবে হবে তার স্থান ও তারিখ ঠিক করা হয়। ওই বৈঠক ২৪ জন কমিটি বাদে আরও বেশ কয়েকজনকে বিধায়ক, তিন জেলার জেলা সভাপতি ও জেলা পরিষদের সভাধিপতি সহ বিভিন্ন আধিকারিকদের করা হয়েছে বলে জানা যায়। পাশাপাশি উত্তরবঙ্গের কোচবিহারের যে রাজবংশী হারিয়ে যাওয়া কৃষ্টি কালচার গুলো রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতার মধ্য দিয়ে তুলে ধরার জন্য চেষ্টা করা হচ্ছে।
এদিন এবিষয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং তার নির্দেশে ৩৬ তম রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা উৎসব কোচবিহারে অনুষ্ঠিত হচ্ছে। যেহেতু ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ মাধ্যমিক পরীক্ষা তাদের কথা মাথায় রেখে আগামী ৩, ৪, ৫, ৬ ফেব্রুয়ারি বলরামপুর হাই স্কুলের ফুটল খেলার মাঠে করার সিদ্ধান্ত আমরা নিয়েছি। এবং যেহেতু বাংলা দেশের একটা অস্থির অবস্থা রয়েছে। তাই এবার বাংলাদেশের কোন শিল্পী ৩৬ তম রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা উৎসব আসছেন না। আসাম ও কলকাতা মিলে আমন্ত্রিত শিল্পীদের নিয়ে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন,যেহেতু আমাদের কমিটিটি খুব কম সময় হাতে পেয়েছি। তাই ৩৬তম রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা উৎসবের প্রস্তুতি বৈঠক আগামী ২০ জানুয়ারি বলরাম পুর হাই স্কুলে করব। স্থানীয় পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির,জেলা পরিষদের সদস্য,যারা ভাওয়াইয়া সঙ্গীত প্রেমী মানুষদের আমরা ডাকব। তারপর আগামী ২৭ তারিখ সকল ব্লক স্তর থেকে শিল্পীদের নাম ঠিক করে ২৮ তারিখ যেন জমা দিতে হবে। তাহলে কাজ করতে বা অনুষ্ঠান পরিচালনা করার সুবিধা হবে।
পাশাপাশি তিনি আরও জানান, ৩৬ তম রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা উৎসবের যে কমিটির যে ২৪ জন সদস্য রয়েছে। সেই কমিটিতে আরও বেশ কয়েকজন বিধায়ক,তিন জেলার জেলা সভাপতি ও জেলা পরিষদের সভাধিপতি সহ বিভিন্ন আধিকারিকদের করা হয়েছে বলে জানান তিনি।