মালদা, ২০ আগস্টঃ গঙ্গার ছোবলে নদী বাঁধের অধিকাংশ তলিয়ে গেলো। যেকোনো মুহূর্তে প্লাবিত হওয়ার আশঙ্কা গোটা ভূতনি থানা এলাকা। প্লাবনের আশঙ্কায় ভুতনি চড়ের তিনটি গ্রাম পঞ্চায়েতের লক্ষাধিক মানুষ। মালদার মানিকচক ব্লকের ভুতনি থানার কালটনটোলা এলাকায় নদী বাঁধ ভেঙ্গে যাওয়ায় আতঙ্কে বহু পরিবার।
জানা গেছে, রবিবার সকাল থেকে গঙ্গার ছোবলে অধিকাংশ বাঁধ ইতিমধ্যে তলিয়ে। বড়সড়ো এই ভাঙ্গনে আতঙ্কের মধ্যে বাড়িঘর ভেঙে অন্যত্র সরছেন নদী তীরবর্তী পরিবারগুলি। ভূতনীর এই কালটনটোলা এলাকায় প্রত্যেক বছরই ভাঙ্গন হয়।
বিগত বছরগুলোর ভাঙ্গনে নদীর তীরবর্তী সর্বস্বই জমি গুলি খেয়েছিল গঙ্গা। তবে এবছরও নদী ভাঙ্গন যেন বাঁধ গিলে খাবে সেই আশঙ্কায় করছিলেন স্থানীয়রা। গত দিন কয়েক ধরে নদী বাঁধের বিভিন্ন প্রান্তে ভাঙ্গন চলছে। তবে রবিবার সকাল থেকেই ক্রমশ ধস নামছে গঙ্গায়।
বাঁধের একটা বড় অংশ ইতিমধ্যে নদী গর্ভে তলিয়ে গেছে। ইতিমধ্যে নদী তীরবর্তী এলাকা থেকে নিজেদের বাড়িঘর অন্যত্রে সরিয়ে নিয়ে গেছে বহু পরিবার।