সরকারী জমি দখল করছে বিজেপি কাউন্সিলার,বাধা দিতে গেলে স্থানীয়দের মারধোর অভিযোগ কাউন্সিলার ও তার অনুগামীদের বিরুদ্ধে

25

আসানসোল, ১৪ জানুয়ারিঃ সরকারি জমির দখল করাকে কেন্দ্র করে উত্তেজনা, দখল রুখতে বাধা দিতে গেলে গ্রামবাসীদের উপর হামলার অভিযোগ বিজেপি কাউন্সিলার ও তার অনুগামীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার অন্তর্গত কেন্দুয়া বাজার সংলগ্ন ইটাভাটা এলাকায়। ওই ঘটনার জেরে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। যদিও এই হামলার অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি কাউন্সিলার লালন মেহেরা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কুলটি থানার অন্তর্গত কেন্দুয়া বাজার সংলগ্ন ইটাভাটা এলাকায় এলাকার কয়েকজন ওই সরকারি জমি দখল করতে যায়। তাদের সমর্থনে আসানসোল পৌরনিগমের ১৭নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর লালন মেহেরা ছিলেন বলে অভিযোগ গ্রামবাসীদের। গ্রামবাসীদের উপর লাঠি নিয়ে চড়াও হয় অভিযোগ সিসিটিভিতে বিজেপি কাউন্সিলর লালন মেহেরাকে লাঠি হাতে দেখা গিয়েছিল।

স্থানীয়দের আরও অভিযোগ, লালন মেহেরা ও তার অনুগামী কয়েকজন মিলে তাদের উপর লাঠি নিয়ে হামলা চালায়। ঘটনায় দু পক্ষ নিয়ে বেশ কয়েকজন আহত হয়। খবর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে ঘটনার প্রতিবাদে উল্টো থানায় বিক্ষোভ দেখায় এলাকার সাধারণ মানুষেরা। যদিও এই হামলার অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি কাউন্সিলার লালন মেহেরা।

এবিষয়ে কুলটি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিমান দত্ত বলেন, সরকারি জমি যদি কেউ দখল করতে যায় সেটি সম্পূর্ণভাবে বেআইনি। তবে ১৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর যেভাবে লাঠি উঁচিয়ে যাচ্ছে একটা ভিডিওতে দেখলাম। তা দেখে আমি তাজ্জব হয়ে গেলাম। আমি বলব এটা উত্তরপ্রদেশ বা বিহার নয় এটা পশ্চিমবঙ্গ। এখানে মা মাটি মানুষের সরকার। আমি দলীয় ভাবে পুলিশকে অনুরোধ করেছি এই ঘটনা তদন্ত করে যারা দোষী তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে কোন রং দেখে নয়।