প্রদীপ কুন্ডু, তুফানগঞ্জ: ৪ কোটি টাকা ব্যয়ে কালজানি নদীতে ৭০০ মিটার বাঁধের নির্মাণ কাজের সূচনা হল তুফানগঞ্জে। এদিন তুফানগঞ্জ ১নং ব্লকের অন্তর্গত বালাভুত গ্রাম পঞ্চায়েতের ঝাউকুঠি এলাকায় কালজানি নদীতে ওই বাঁধের কাজের সুচনা করেন কোচবিহার এনজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির জনপ্রতিনিধি অভিজিৎ দে ভৌমিক,কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মণ। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শৈলেন্দ্রনাথ বর্মা, তুফানগঞ্জ ১নং ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি জগদীশ বর্মা,তুফানগঞ্জ ১নং ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজেশ তন্ত্রী সহ আরও অনেকে।
জানা গেছে,বালাভুত গ্রাম পঞ্চায়েতের ঝাউকুঠি এলাকায় কালজানি নদীতে পাড় ভেঙ্গে গিয়ে এলাকার মানুষের জমিজামা থেকে বহু ক্ষয়ক্ষতি হয়েই চলছে। তারপর এলাকার মানুষ কালজানি নদীতে বাঁধের দাবি করে আসছেন। তারপর বিষয়টি নিয়ে নানা জায়গায় ছোটাছুটি করেও কোন লাভ হয়নি। পরে বাধ্য হয়ে কালজানি নদীর পাড়ে বাঁধ দেওয়ার দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানান এলাকাবাসীরা। তারপরেই সেই দাবিকে মান্যতা দিয়ে আজ ওই কালজানি নদীর পাড়ে ৭০০মিটার বাঁধ নির্মাণ কাজের শুভ সূচনা করা হয়।
এদিন এবিষয়ে কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মণ জানান, কালজানি নদীতে বালাভুত গ্রাম পঞ্চায়েতের ঝাউকুঠি এলাকায় নদীর পাড়ে ৭০০মিটার বাঁধ নির্মাণের কাজের সুচনা করলাম। ওই বাঁধ নির্মাণের জন্য প্রায় ৪ কোটি টাকা ব্যয় হবে বলে জানান তিনি।
এদিন এবিষয়ে কোচবিহার এনজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির জনপ্রতিনিধি অভিজিৎ দে ভৌমিক জানান,বালাভুতের মানুষের প্রত্যাশা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে। কারন এখানকার মানুষের প্রচুর জমিজামা এখানে নষ্ট হয়ে গেছে। তাই চর বালাভুত, ঝাউকুঠি এলাকায় নদীর বাঁধের কাজের শিলান্যাস করা হয়। এদিন ঝাউকুঠি এলাকায় ৭০০ মিটার বাঁধের কাজের সূচনা করা হয়। এই বাঁধের কাজ শুরু হওয়ায় এলাকার মানুষ খুবেই খুশি বলে জানান তিনি।