ওয়েব ডেস্ক, ৫ এপ্রিলঃ ২২ জন জওয়ানের মৃত্যু। ক্ষোভে, দুঃখে স্তব্ধ যেন গোটা দেশ। ছত্তীসগড়ের বীজাপুর-সুকমা সীমান্তে মাওবাদীদের হামলায় ২২ জন জওয়ানের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ৩১ জন। এমন পরিস্থিতিতে অসমের নির্বাচনী প্রচারে কাটছাঁট করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আজ সকালে ছত্তীসগড় গেছেন তিনি। সকাল ১১ টা নাগাদ ছত্তীসগড়ের জগদলপুরে পৌঁছাবার কথা তাঁর তিনি। সেখানেই শহিদ জওয়ানদের শেষ শ্রদ্ধা জানাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর সোজা চলে যাবেন বাসাগুরায় সিআরপিএফ শিবিরে। তার পর রায়পুরের হাসপাতালে আহত জওয়ানদের সঙ্গেও দেখা করতে যাবেন তিনি।