মালদা, ১৩ জানুয়ারিঃ ফিতে কেটে, মশাল জ্বালিয়ে ও নীল সাদা বেলুন উড়িয়ে এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মালদা জেলা বইমেলা ও প্রদর্শনীর উদ্বোধন করা হলো মালদা কলেজ মাঠে। এদিন উদ্বোধনের আগে মালদা বৃন্দাবনী মাঠ থেকে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ওই শোভাযাত্রায় স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থা অংশগ্রহণ করে। সেই শোভাযাত্রা সারা শহর পরিক্রমা করার পর মালদা কলেজ মাঠে বইমেলার প্রবেশদ্বার ফিতে কেটে উদ্বোধন করা হয়। তারপর বইমেলা প্রাঙ্গণে মশাল জ্বালিয়ে বেলুন উড়িয়ে মেলার শুভারম্ভ করা হয়। এই বই মেলা ২০ জানুয়ারির পর্যন্ত চলবে। এই বইমেলায় প্রায় ২০০টি বিভিন্ন প্রকাশনীর স্টল থাকবে। এছাড়া বিভিন্ন ধরনের সাংস্কৃতিক মঞ্চে থাকবে বেশ কয়েকটি।
এদিন পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা অধিকার এবং মালদা জেলা স্থানীয় গ্রন্থাগার কৃত্যকের উদ্যোগে মালদা জেলা বই মেলা শুরু হল আজ। এদিন মেলার উদ্বোধন করেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়, গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, সাবিনা ইয়াসমিন,তাজমুল হোসেন, জেলাশাসক নীতিন সিংহানিয়া, দুই বঙ্গরত্ন রাধাগোবিন্দ ঘোষ ও ডাক্টার দেবাশীষ সরকার, ইংরেজবাজার পৌরসভার পৌর প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ বিশিষ্ট অতিথিবর্গ।