জেলাশাসক ও পুলিশ সুপার শাসকদল তৃণমূলের দলদাসে পরিণত হয়েছেঃ নিশীথ প্রামানিক

120

মনিরুল হক, কোচবিহারঃ জেলাশাসক ও জেলা পুলিশ সুপার সহ সমস্ত প্রশাসন রাজ্যের শাসকদল তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। বৃহস্পতিবার সিতাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক কুমার রায়ের মনোনয়নপত্র জমা দিতে এসে সাংবাদিকদের সঙ্গে একথা বললেন কেন্দ্রীয় প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক।

প্রত্যাশা মতো সিতাই বিধানসভার উপনির্বাচন দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন পত্র জমা দিলেন বিজেপি প্রার্থী দীপক কুমার রায়। এদিন ওই মনোনয়ন পত্র জামা দিতে এসে শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন নিশীথ প্রামাণিক। তিনি বলেন, রাজ্যের শাসকদলের নিজেদের সাংগঠনিক ভিতের উপর কোন বিশ্বাস নেই, তাদের বিশ্বাস পুলিশ প্রশাসনের উপর। পুলিশ প্রশাসনকে দিয়েই তৃণমূল কংগ্রেস ভোট করায়।

এদিন মনোনয়ন পত্র জমা দেওয়ার পর প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক জানান, রাজ্যে ছয়টি কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই সবগুলি কেন্দ্রে সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবার জন্যে প্রস্তুত। কিন্তু তারা ভোটে অংশগ্রহণ করতে পারছেন না। এর মূল কারণ রাজ্য জুড়ে পুলিশি অরাজকতা। তৃণমূলকে জেতানোর জন্যে জেলাশাসক ও পুলিশ সুপাররা চেষ্টা চালিয়ে থাকে। এই রাজ্যে নির্বাচন কমিশনাররা ব্যর্থ। কারণ নির্বাচন কমিশনকে ভোট করানোর জন্য রাজ্যের প্রশাসনের উপরেই নির্ভর করতে হয়। আর এরাজ্যের প্রশাসনই করাপটেড।

এদিন সিতাই বিধানসভার উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিজেপি প্রার্থী দীপক কুমার রায় বলেন, এবারের বিধানসভা উপনির্বাচনে মানুষের ব্যাপক সাড়া রয়েছে। বেকারি, এরাজ্যের শিল্প নেই, কাজ নেই, কাজের সন্ধানে এ রাজ্যের বেকার যুবকেরা ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। পাশাপাশি নিচু স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত রাজ্যের তৃণমূল কংগ্রেসের দুর্নীতি মানুষকে বিতশ্রদ্ধ করে তুলেছে। কাজেই মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গেই রয়েছেন।

এদিন দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে বিজেপি প্রার্থী দীপক কুমার রায় সিতাই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেন। এদিন এই মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দিনহাটা মহকুমা শাসকের দপ্তর চত্বরে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, কোচবিহার জেলা বিজেপির সভাপতি তথা সুকুমার রায়, বিজেপি বিধায়ক বরেন্দ্র চন্দ্র বর্মণ, নিখিল রঞ্জন দে, কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বোস, অভিজিৎ বর্মণ, মিনতি দাস ঈশোর সহ আরও অনেকে। বিজেপি প্রার্থীর মনোনয়ন পত্র জমা ঘিরে নিরাপত্তার চাঁদরে মুড়ে ফেলা হয়েছে গোটা দিনহাটা মহকুমা শাসকের করণ চত্বরে।

উল্লেখ্য, ২৪-এর লোকসভা ভোটে তৃনমূলের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার কাছে ৩৯ হাজারের বেশি ভোটে পরাজিত হয় প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। জগদীশের ইস্তফার পরেই সিতাইয়ে বিধানসভা উপনির্বাচন। তাই নির্বাচন কমিশন আগামী ১৩ই নভেম্বর সিতাই বিধানসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে। গত ১৮ অক্টোবর থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। ২৫ শে অক্টোবর পর্যন্ত তা চলবে। তার আগেই আজ মনোনয়ন পত্র জমা দিলেন বিজেপি প্রার্থী দীপক কুমার রায়। এদিন দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সাধারণ মানুষের চলাচলের উপর নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মহকুমা শাসকের দপ্তরের সামনে মেইন রোডের পশ্চিম পাশে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে যাতে কোথাও কোনো রকম গন্ডগোলের সৃষ্টি না হয় তার জন্য মহকুমা শাসকের দপ্তর চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।