ব্যাঙ্গালোরের তরমুজে ছেয়ে গেছে পুরো জলপাইগুড়ি শহরের ফল বাজার

0
24

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৯ মার্চঃ গরম পরতে না পরতেই ব্যাঙ্গালোরের তরমুজে ছেয়ে গেছে বাজারে। তরমুজ প্রিয় ক্রেতাদের ভিড় জলপাইগুড়ি শহরের বিভিন্ন ফলের বাজারগুলোতে।

জানা যায়,লোকাল তরমুজ আসতে আরো কয়েকদিন বাকি তার আগেই বাইরের জেলার তরমুজে ছেয়ে গেছে জলপাইগুড়ির বিভিন্ন ফল বাজারে। সেই তরমুজ বাজারে আসতেই তরমুজ প্রিয় ক্রেতাদের ভিড় ফল বাজারে জলপাইগুড়ি শহরের দিনবাজার স্টেশন বাজার বয়েলখানা বাজার সহ শহরের অন্যান্য বাজার গুলোতে এখন তরমুজ কিনতেই ক্রেতাদের ভিড়। তরমুজের দাম আকাশ ছোঁয়া হাতের নাগালে। তাই সাধ্যের মধ্যে তরমুজ পেয়ে খুশি ক্রেতারা। দাম কেজি প্রতি ৩০ টাকা। ক্রেতারা বলছেন এই সমস্ত তরমুজ গুলো স্বাদ দারুন।

জলপাইগুড়ি শহরের তিস্তা পারে প্রচুর চাষী তরমুজ চাষ করেন। কিন্তু এখন পর্যন্ত সেই লোকাল তরমুজ গুলো বাজারে আসতে পারেনি। তাই বাইরের তরমুজ কিনে খেতে হচ্ছে সাধারণ মানুষদের। আশা করি আর কিছুদিনের মধ্যেই জলপাইগুড়ি শহরের যে লোকাল তরমুজ তা বাজারে চলে আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here