মাথাভাঙ্গা, ৩০ অক্টোবরঃ সাহায্যের আর্জি জানিয়ে সকলের কাছে মা-বাবার কাতর আবেদন। ছোট্ট অমিত বয়স মাত্র ১২ বছর। লকডাউনের সময় থেকেই বিভিন্ন রকম অসুস্থতায় ভুগছিল। কিন্তু ডাক্তার দেখিয়েও আরোগ্য ফেরেনি তার। কয়েকদিন আগেই ফের ডাক্তার দেখালে অমিতের কিডনির সমস্যা আছে বলে জানিয়ে দেয় ডাক্তার। এর পাশাপাশি দ্রুত কিডনির সমস্যার চিকিৎসার জন্য পরামর্শ দেন। ছেলের কিডনির সমস্যার কথা শুনতেই মাথায় আকাশ ভেঙে পড়ার মতন অবস্থা পরিবারের।
বাবা লালচান দাস জানান, মাছ শিকার করেই সংসার চালাতে হিমশিম খেতে হয়। তার উপরে জানতে পারি ছেলের দুটো কিডনি খারাপ হয়ে গেছে। আর্থিক অবস্থা খারাপ থাকায় তাই সকলের কাছে আমার ছেলের চিকিৎসার জন্য সাহায্যের আর্জি জানাচ্ছি।
পাশাপাশি অমিত দাসের প্রাথমিক স্কুলের শিক্ষিকা সরস্বতী সাহা জানান, ছোটবেলা থেকেই আমাদের স্কুল থেকে পড়াশোনা করত অমিত দাস। গতকাল আমাদের স্কুলের অঙ্গনারী কর্মীর থেকে জানতে পারি যে অমিত অসুখে ভুগছে। তারপরেই সমস্ত বিষয়টি আমাদের সামনে আসে। আমরা নিজেরা এবং স্কুলের ছাত্রদের অভিভাবকদের সঙ্গে কথা বলে কিছু আর্থিক সাহায্যের ব্যবস্থা করেছি। ওর চিকিৎসার জন্য আমরা ওর বর্তমান স্কুলেও যাবার পাশাপাশি যেসব জায়গায় গেলে সাহায্য পাওয়া যেতে পারে এলাকার লোকদের নিয়ে সেখানেও যাবো বলে তিনি জানান।