দিনহাটা, ১৬ জানুয়ারিঃ এক অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে দিনহাটা ২ নং ব্লকের গোবরাছাড়া নায়ারহাট গ্রাম পঞ্চায়েতের সাবেক ছিট মহল মহল শিবপ্রসাদ মুস্তাফী এলাকায়। কিভাবে ওই যুবক ওই জায়গায় এলো খুন নাকি এর পিছনে অন্য কোন রহস্য রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ।
জানা যায়, স্থানীয় কৃষকরা যখন জমিতে কাজ করতে আসছিলেন সেই সময় একটি শুকনো পুকুরের পাশে ওই অজ্ঞাত যুবকের মৃতদেহ দেখতে পান। এরপর খবর দেওয়া হয় গ্রাম পঞ্চায়েত প্রধান ও নয়ারহাট ফাঁড়ির পুলিশকে। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতনদের জন্য পাঠায়। কিভাবে ওই অজ্ঞাত যুবকের মৃতদেহ ওই এলাকায় এলো তা নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ।