IPL ভেস্তে গিয়েছে মাঝপথেই, কী সাফাই দিলেন BCCI সচিব জয় শাহ?

122

ওয়েব ডেস্ক, ৪ মেঃ চেষ্টায় ত্রুটি রাখেনি বিসিসিআই। তা সত্ত্বেও সাফল্যের সঙ্গে আইপিএল এর আয়োজন শেষ করা সম্ভব হয়নি। একাধিক ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় মাঝপথেই ভেস্তে গিয়েছে ভারতীয় বোর্ডের সাধের ইন্ডিয়ান প্রিমিয়র লিগ।
প্রাথমিকভাবে বিসিসিআয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা সংবাদমাধ্যমের সামনে টুর্নামেন্ট স্থগিত হওয়ার সম্ভাবনা নিয়ে মুখ খোলেন। পরে বিসিসিআইয়ারে তরফে আইপিএলের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার কথা জানিয়ে দেওয়া হয়। টুর্নামেন্ট বাতিল হওয়া নিয়ে অবশেষে মিলল বোর্ড সচিব জয় শাহর প্রতিক্রিয়া। তিনি জানান, ‘বিসিসিআই ও আইপিএলের গভর্নিং কাউন্সিল সর্বসম্মতভাবে পরবর্তী নোটিশের আগে পর্যন্ত টুর্নামেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। আমরা খেলোয়াড়, কর্মকর্তা, কর্মচারী, মাঠকর্মী, ম্যাচ অফিসিয়াল, টুর্নামেন্টের সঙ্গে জড়িত একজন মানুষেরও নিরাপত্তা নিয়ে আপোষ করতে চাইনি।’