গরু চোরকে খুঁজতে বেরিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়ল লোহার রড চোর, আটক ২

40

শিলিগুড়ি, ১০ জুলাইঃ গরু চোরকে খুঁজতে বেরিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়ল লোহার রড চোর। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ফুলবাড়ি চ্যাংড়াবান্ধা এলাকায়। একটি ফাঁকা মাঠ থেকে উদ্ধার হয়েছে কয়েক কুইন্টাল লোহার রড।

জানা গিয়েছে, ফুলবাড়ির ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চ্যাংড়াবান্ধা এলাকার বাসিন্দা মনেশ্বর রায়ের বাড়িতে গতকাল গভীর রাতে গরু চুরির ঘটনা ঘটে। গরু চুরি হয়েছে জানতে পেরে রাতেই গরু চোরকে খুঁজতে বের হয় মনেশ্বর রায় সহ গ্রামের কয়েকজন। সেইসময় সন্দেহজনক দুজনকে আটক করে গ্রামবাসীরা।

তাদের জেরা করে জানতে পারেন তারা গরু চুরি না করলেও লোহার রড চুরি করেছে। এরপরই খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে। পুলিশ পৌঁছে তাদের জিজ্ঞাসাবাদ করে ফুলবাড়ির সংলগ্ন কাঞ্চনবাড়ি এলাকার একটি ফাঁকা মাঠ থেকে কয়েক কুইন্টাল লোহার রড উদ্ধার করে। দুজনকে আটক করে থানায় নিয়ে যায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।