শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনাঃ বনগাঁ, হালিশহরের পর নৈহাটি পুরসভা দখলে রাখল তৃণমূল। আস্থা ভোটে ২৪-০ ব্যবধানে জয় তৃণমূলের। বুধবার নৈহাটির জেলাশাসকের অফিসে আস্থা ভোট হয়।বিজেপির ৭ কাউন্সিলর অনুপস্থিত ছিলেন এই ভোটাভুটিতে।
নৈহাটির ৩১ আসনই ছিল তৃণমূলের। ১৮ কাউন্সিলর যোগ দেন বিজেপিতে। এই জয়ের পর পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় বলেন, বিজেপি এতদিন জোর রে উন্নয়ন স্তব্ধ করে রেখেছিল। আমরা সেই উন্নয়নমূলক কাজ ফের শুরু করব।