জলপাইগুড়ি শহরে হু হু করে বাড়ছে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা

0
11

জলপাইগুড়ি, ৪ সেপ্টেম্বরঃ  জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকায় ডেঙ্গু র হানা। নতুন করে আক্রান্ত এক যুবক। এই নিয়ে জলপাইগুড়ি শহর সংলগ্ন খড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকাতেই ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ৭। জলপাইগুড়ি শহরেও এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭ জন।সদর ব্লকে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪৮। জলপাইগুড়ি জেলায় আক্রান্তের সংখ্যা ২৫১ জন।পুজোর মুখে ডেঙ্গুর এই হানা দারিতে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর।

জানা গিয়েছে, খড়িয়া গ্রাম পঞ্চায়েতের শানু পাড়ার বাসিন্দা ওই আক্রান্ত যুবক কেরালায় কাজ করতো। বাড়ি ফিরে আসার পরেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পড়ে।খবর পেয়ে আক্রান্তের বাড়িতে ছুটে আসেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রীতম বসু। আক্রান্তের পরিবারের সঙ্গে কথা বলার পাশাপাশি নিজে দাড়িয়ে থেকে আক্রান্তের এলাকায় মশা মারতে স্প্রে। জমা জল ও জঙ্গল পরিষ্কার করান। মশা বাহিত এই রোগ যাতে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে ব্লক স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here