৪ বছরের শিশুকে রেফার করায় চিকিৎসককে গালিগালাজ ধাক্কাধাক্কি অভিযোগ রোগীর পরিবারের বিরুদ্ধে  

52

মালদা, ১৬ অক্টোবরঃ আবার আক্রান্ত চিকিৎসক। এবারে পুরাতন মালদার মৌলপুর স্বাস্থ্য কেন্দ্রের ঘটনা। জ্বরে আক্রান্ত চার বছরের শিশুকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করায় চিকিৎসককে গালিগালাজ ধাক্কাধাক্কি। এই ঘটনায় আক্রান্ত চিকিৎসক মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গেছে, গতকাল সকালে পুরাতন মালদার রাঙ্গামাটিয়া এলাকার এক ব্যক্তি তার চার বছরের শিশুকে মৌলপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। বিকেল সাড়ে তিনটে নাগাদ চিকিৎসক অরিন্দম চাকী ওই শিশুকে দেখার পর মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। আর এতেই উত্তেজিত হয়ে পড়েন রোগীর আত্মীয়রা। ধাক্কাধাক্কি করা হয় কর্তব্যরতই চিকিৎসককে এমন কি চলে অশ্লীল ভাষায় গালিগালাজ। মালদা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।