পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে, অভিযোগ সীতাইয়ের বিজেপি প্রার্থী দীপক কুমার রায়ের

15

দিনহাটা, ১৩ নভেম্বর: আজ বাংলার ৬টি বিধানসভা আসনে উপনির্বাচন। ২০২১-এর বিধানসভা নির্বাচনে এই ছ’টি বিধানসভা আসনের মধ্যে পাঁচটিই ছিল তৃণমূলের দখলে। একমাত্র মাদারিহাট ছিল বিজেপির। আর চলতি বছরের লোকসভা ভোটে বিজেপির তুলনায় তৃণমূল তাদের শক্তিবৃদ্ধি করেছে রাজ্যে। তবে গত অগস্ট মাসের আরজি কর কাণ্ডে অস্বস্তিতে পড়েছে শাসকদল। সেই আবহে রাজ্যে ভোট। সকাল ৭ টা থেকে ভোট শুরু হয়েছে কোচবিহারে সীতাইয়ে ভোট। ভোট শুরু হওয়ার পর দেখা গেলো সিতাই জুনিয়র হাই স্কুলের ৬২ নম্বর বুথে ভোট দিলেন বিজেপি প্রার্থী দীপক কুমার রায়।

এদিন নিজের ভোট নিজে দিয়ে বুথ থেকে বেরিয়ে এসে অভিযোগ করে বলেন,গতকাল রাত থেকেই তৃণমূল কংগ্রেসের গুন্ডাবাহিনী বিভিন্ন জায়গায় সন্ত্রাস চালাচ্ছে। দলীয় কর্মীদের বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে। এদিন পুলিশের ভূমিকা নিয়েও অভিযোগ তুলে বলেন,পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে যেভাবে পরিচালনা করেন তারা দলদাসে পরিণত হয়েছে।

উল্লেখ্য, সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বসুনিয়া ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিককে ৩৯ হাজারের বেশি ভোটে পরাজিত করেন। বর্তমানে কোচবিহারের সাংসদ রয়েছেন। পরে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। সে কারণে  সিতাই আসনটি ফাঁকা হয়ে যায়। তাই সেখানে উপনির্বাচন হচ্ছে। সিতাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন সঙ্গীতা রায়। এখানে বিজেপির প্রার্থী হলেন দীপক কুমার রায়। বামেদের তরফ থেকে এখানে ফরোয়ার্ড ব্লক প্রার্থী করেছে অরুণ কুমার বর্মাকে।