দক্ষিণ ২৪ পরগনা, ২০ জানুয়ারিঃ স্কুল থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ক্যানিং থানার পুলিশ। পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে স্কুল ছুটি হলে আর বাড়ি ফেরেনি ক্যানিং থানার তালদি এলাকার বাসিন্দা বছর ৯ এর হাবিবুল্লা মোল্লা। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন।
কিন্তু রাত পর্যন্ত ঐ শিশুর কোন খোঁজ না পেয়ে তাঁরা শনিবার রাতেই ক্যানিং থানায় অভিযোগ জানান। অভিযোগ পেয়েই ক্যানিং থানার পুলিশ ঘটনার তদন্তে নামে ও রবিবার গভীর রাতে শিশুটিকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয়। পুলিশের এই তৎপরতায় খুশি ঐ শিশুটির পরিবার।