মনিরুল হক, ২৪ জানুয়ারিঃ দেওয়ানহাট থেকে পাট বোঝাই ট্রাক হাইজ্যাকের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করলো কোতোয়ালি থানার পুলিশ। ধৃতরা হলেন ট্রাক চালক অরণ্যক রায়, ট্রাক মালিক শঙ্কর সহদ্দার, খালাসি বিক্রম সরকার। তাদের বাড়ি নদীয়া জেলার কৃষ্ণনগর এলাকায়। তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।
এদিন এবিষয় নিয়ে কোচবিহার কোতোয়ালি থানায় সাংবাদিক বৈঠক করেন জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান,গত ৮-ই ডিসেম্বর দেওয়ানহাট এলাকায় একটি পাট ভর্তি ট্রাক হাইজ্যাক হয়। সেই ট্রাক খুঁজে পাওয়া যায় না। পরবর্তীতে ২১ ডিসেম্বর থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন ট্রাকের মালিক শঙ্কর সহদ্দার। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কোতোয়ালি থানার পুলিশ। তারপর বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ দেখি এবং বিভিন্ন টোল গেট গুলিতে তদন্ত করি এবং ১৪ জানুয়ারি ট্রাকটি উদ্ধারের পাশাপাশি চালককেও গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে ট্রাক মালিক ও খালাসিকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, দেওয়াহাট থেকে ১৩ কুইন্টাল পাট বোঝাই ট্রাকটি যাওয়ার কথা ছিল চকদায়। কিন্তু মালিকের নির্দেশে ওই ট্রাকটি নিয়ে যাওয়া হয় বসিরহাটে। সেখানে তারা পাট গুলো বিক্রি করে ৫ লক্ষ ৬০ হাজার টাকা। সেই টাকায় অন্য একাউন্টে পাঠানো হয়। সেই একাউন্টের ডিটেলস আমরা পাই। এও জানতে পারি যে টাকা পাওয়ার পর একজন আইফোন কিনেছে। সেটা আমরা বাজেয়াপ্ত করি। তারা এখন পুলিশ রিমান্ডে রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আমরা করছি।



