মালদা, ১৫ জানুয়ারিঃ গোপন সূত্রে খবর পেয়ে মালদা জিআরপি থানার পুলিশ মালদা টাউন স্টেশনের এক নম্বর প্লাটফর্ম থেকে বিপুল পরিমাণে ফেনসিডিল উদ্ধার করল। নিষিদ্ধ এই ফেনসিডিল পাচারের ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করল মালদা জিআরপি।
জানা যায়, ধৃত ওই তিন অভিযুক্ত বিহারের বাসিন্দা। উদ্ধার হয়েছে প্রায় ৯০০ টি নিষিদ্ধ ফেনসিডিল সিরাপ যার বাজার মূল্য এক লক্ষ নব্বই হাজার টাকা। জিআরপির প্রাথমিক অনুমান অভিযুক্তরা ফেনসিডিল গুলি দিল্লি থেকে মালদায় নিয়ে এসে মালদা টাউন স্টেশনে থেকে বালুঘাট যাওয়ার জন্য অপেক্ষা করছিল। বিশেষ সূত্রে খবর পেয়ে জিআরপি মালদা টাউন স্টেশনের এক নম্বর প্লাটফর্মে অভিযান চালিয়ে পাঁচটি লাগেজ ব্যাগ থেকে প্রায় ৯০০টি ফেনসিডিল সিরাপ উদ্ধার করে জিআরপি পুলিশ।
অভিযুক্তরা এই ফেনসিডিল সিরাপের বোতল গুলি বালুরঘাটের হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের ছক কোষছিল। আজ অভিযুক্তদের মালদা জেলা আদালতে পেশ করা হবে।