আটটি ব্যাটারি সহ দুই দুষ্কৃতিকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রধাননগর থানার পুলিশ

19

শিলিগুড়ি, ১১ জুলাইঃ শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে রাতের অন্ধকারে চুরি করা আটটি ব্যাটারি সহ দুটি টোটো অর্থাৎ ই-রিক্সা নিয়ে ঘোরার সময় দুই দুষ্কৃতিকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রধান নগর থানার পুলিশ। ধৃত ওই দুই দুষ্কৃতির নাম আনন গোস্বামী (২৮) ও সন্তালাল রাজভার (৩০)।

প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে রেগুলেটেড মার্কেট এলাকা থেকে গোপন সূত্র মারফত পুলিশের কাছে খবর আসে। দুটি টোটো অর্থাৎ ই-রিক্সা নিয়ে দুইজন ব্যক্তি সন্দেহভাজনভাবে ঘুরে বেড়াচ্ছে। এরপর পুলিশ ওই দুই টোটো সহ সঙ্গে থাকা আনান ও সন্তালালকে প্রথমে আটক করে। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে। তারা এই দুইটি টোটো চুরি করেছে। এরপর ওই দুই টোটো সহ টোটোতে থাকা সব মিলিয়ে আটটি ব্যাটারি বাজেয়াপ্ত করে পুলিশ। আনান ও সন্তালালকেও গ্রেফতার করে।

প্রধান নগর থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃতদের বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। পাশাপাশি উদ্ধার ওই দুই টোটোর আসল মালিক কারা তা জানতে তদন্ত শুরু করছে পুলিশ।