দিনহাটা, ২৮ নভেম্বরঃ সারা জেলা জুড়েই অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে পুলিশ ও আফগারি দপ্তরের অভিযান চলছে। বৃহস্পতিবার দিনহাটা ২ নম্বর ব্লকের দশগ্রাম গোবরাছড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ত্রিশ বিঘা জমির গাঁজা গাছ নষ্ট করল সাহেবগঞ্জ থানার পুলিশ। গাঁজা চাষের বিরুদ্ধে এদিনের ওই অভিযানে নেতৃত্ব দেন দিনহাটা পুলিশের এসডিপিও ধীমান মিত্র। সঙ্গে ছিলেন পুলিশের সিআই দীপাঞ্জন দাস, নয়ারহাট ফাঁড়ির ওসি অজয় রায় সহ আরও অনেকে।
জানা গেছে, দিনহাটা দুই নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় এবছর প্রচুর পরিমাণে জমিতে গাঁজা চাষ হয়েছে। প্রতিবছরের তুলনায় এ বছর এই ব্লকে গাঁজা চাষের পরিমাণ অনেকটাই বেশি এমনটাই সাধারন মানুষের অভিযোগ। ব্লকের দশগ্রাম গোবরাছড়া এলাকায় প্রচুর জমিতে গাঁজা চাষ করা হয়েছে। পুলিশ বিশেষ সূত্রে জানতে পারে ওই এলাকার একটা বিস্তীর্ণ জমিতে রীতিমতো বেরা দিয়ে ঘিরে গাঁজা চাষ করেছেন। এছাড়াও আরো বেশ কিছু গাঁজা চাষ হয়েছে। এদিন দিনহাটা থানার এসডিপিও ধীমান মিত্রের নেতৃত্বে একদল পুলিশ ওই গ্রামে যায়। পুলিশের তরফ থেকে একের পর এক গাঁজা গাছ কেটে নষ্ট করে দেওয়া হয়। দিনভর এই অভিযান চলে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।
এবিষয়ে দিনহাটা পুলিশের এসডিপিও ধীমান মিত্র বলেন,গোপন সূত্রে আমাদের কাছে খবর আসে সাহেবগঞ্জ থানা এলাকার দশগ্রাম গোবরাছড়া গ্রামে প্রচুর পরিমাণে গাঁজা চাষ হয়েছে। সাহেবগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় ওই গ্রামে গিয়ে একে একে একটা ব্যাপক পরিমাণ জমির গাঁজা চাষ নষ্ট করা হয়। অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে এই ধরনের অভিযান চলবে।
এবিষয়ে জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন,সারা জেলা জুড়েই গাঁজা চাষের বিরুদ্ধে এই অভিযান চলছে। আগামী দিনেও এই অভিযান চলবে।
প্রসঙ্গত উল্লেখ্য, দিনহাটা তথা সমগ্র জেলা জুড়েই লাভজনক ফসল এই অবৈধ গাজা চাষ। পুলিশ প্রশাসনের কোনরকম নির্দেশকে তোয়াক্কা না করে অতিরিক্ত মুনাফার আসায় কৃষকরা তাদের উঁচু জমি-গুলিতে গাঁজা চাষ শুরু করেছেন। প্রতিবছর এই গাঁজা চাষের এলাকা বেড়েই চলেছে। পাশাপাশি সবজি চাষের জমিতে এই গাঁজা চাষ করার ফলে সবজি চাষের এলাকা অনেকটাই কমে যাচ্ছে এমনটাই সাধারণ কৃষকদের অভিমত। প্রতিবছর ফসল ওঠার মরসুমে এই গাঁজা চাষের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের অভিযান চাললেও এই চাষ বন্ধ হচ্ছে না এমনটাই অভিমত সাধারণ মানুষের।