রাস্তার বেহাল দশা, রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের

6

ধূপগুড়ি, ১৭ জানুয়ারিঃ দীর্ঘদিন ধরেই ধূপগুড়ি ব্লকের মাগুরমাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব মাগুরমারি এলাকার একটি রাস্তার বেহাল অবস্থা। স্থানীয় বাসিন্দাদের দাবি গ্রাম পঞ্চায়েত, বিডিওকে জানিয়েও রাস্তা সংস্কার হয়নি। তাই বাধ্য হয়ে আজ এশিয়ান হাইওয়ের ৪৮ পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন বাসিন্দারা। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ধূপগুড়ি থানার পুলিশ। ওই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা এলাকাজুড়ে।

স্থানীয় বাসিন্দাদের দাবি রাস্তার অবস্থা এতটাই বেহাল যে বাইরে থেকে টোটো, ছোট গাড়ি এই রাস্তা দিয়ে আসতে চায় না। যার ফলে এলাকায় কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া যেমন সমস্যার ব্যাপার তেমনি দ্রুত পৌঁছানো যাচ্ছে না। পাশাপাশি সমস্যায় পড়েছেন ছাত্র-ছাত্রীসহ অনেকেই। সেই সাথে মাঝেমধ্যেই করছে ছোটখাটো দুর্ঘটনা। এদিকে পথ অবরোধের সময় সেখানে আসেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি তাকে ঘিরেও বিক্ষোভ দেখান অবরোধকারীরা পাশাপাশি চোর চোর স্লোগান দেন অবরোধকারীরা। ব্যস্ততম রাস্তায় অবরোধের কারণে রাস্তার দুদিকে প্রচুর যানবাহন দাঁড়িয়ে পড়ে। পরবর্তীতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।