মালদা, ১৭ জানুয়ারি : রাজ্য পুলিশের ডিজির সঙ্গে ইংরেজবাজার পৌরসভার পুর প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বৈঠককে ঘিরে শুরু হয়েছে চর্চা। আজ বিকেলে নিউ সার্কিট হাউসে প্রায় ৩০ মিনিট ধরে কৃষ্ণেন্দু সঙ্গে কথা বলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।
এদিন দুপুরেই পুলিশ সুপার অফিসে ইংরেজ বাজারের টানা ৬ বারের কাউন্সিলর তথা তৃণমূলের সহসভাপতি নিহত দুলাল সরকারের স্ত্রী চৈতালি ঘোষ সরকারের সঙ্গেও কথা বলেন তিনি। তারপরে কৃষ্ণেন্দুর সঙ্গে ডিজির বৈঠক কে ঘিরে চর্চা শুরু হয়েছে। যদিও নিয়ম অনুযায়ী বৈঠক করা হয়েছে বলে জানিয়েছেন কৃষ্ণেন্দু।