স্কুল ছাত্রীর খুনের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ সংগ্রামী ছাত্র সমাজের

9

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১০ অক্টোবর: ধুপগুড়ির ১১ বছর নাবালিকা তরুনী স্কুল ছাত্রীর খুনের আসামীর কঠোর শাস্তির দাবিতে পথে এবার ধুপগুড়ি সংগ্রামী ছাত্রসমাজ। গত কয়েকদিন আগে ধুপগুড়ি ব্লকের এক নাবালিকা ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজ্যজুড়ে। অবশেষে তিনদিন পর বস্তাবন্দী দেহ উদ্ধার হয় নাবালিকা কিশোরীর। আর এই ঘটনায় ব্যাপক শোড় গোল পড়ে যায় গোটা ধুপগুড়ি তথা জেলা জুড়ে।

জানা গেছে, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আসামির কঠোর শাস্তি দাবি করেন। তারা সেই আসামিকে ফাঁসির সাজা চায় বলে তাদের এই বিক্ষোভ। মঙ্গলবার ধুপগুড়ি চৌপতিতে সকাল দশটা নাগাদ ধুপগুড়ি সংগ্রামী ছাত্রসমাজ আসামির কঠোর শাস্তি এবং ঘৃন্য অপরাধকে ধিক্কার জানিয়ে পথে বিক্ষোভ সমাবেশ করেন।

তাদের দাবি, কেন এখনো সেই আসামির কঠোর শাস্তি দিচ্ছে না পুলিশ ও প্রশাসন। তারা চায় পুলিশ প্রশাসন দ্রুত একটি ব্যবস্থা গ্রহণ করুন। এই বিষয়ে।