মাথাভাঙ্গা, ১৯ জুনঃ প্রাকৃতিক দুর্যোগে অসহায় বিদ্যুৎ দপ্তর। সাধারণ মানুষের সহযোগিতা চেয়ে সাংবাদিক বৈঠক করলেন বিদ্যুৎ বন্টন কোম্পানির রিজনাল ম্যানেজার। এদিন মাথাভাঙ্গা ডিভিশনাল অফিসে বিদ্যুৎ বন্টন দপ্তরের রিজুলাল ম্যানেজার বিশ্বজিৎ দাস বলেন রেমালের পর থেকেই বিদ্যুৎ কর্মীরা লাগাতার লেগে রয়েছে। কিন্তু গত সাত দিনে ধরে প্রাকৃতিক দুর্যোগে নাজেহাল সকলে। ২৪ ঘন্টা সাধারণ মানুষদের পরিষেবায় কর্মরত রয়েছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা।
প্রচন্ড বৃষ্টি, বজ্রপাত ও ঝড়ের কারণে বিভিন্ন জায়গায় গাছ ভেঙে যাচ্ছে বিভিন্ন ট্রান্সফরমার বজ্রপাতের জন্য বিকল হয়ে পড়ছে। প্রাকৃতিক দুর্যোগের কাছে আমরাও অসহায়।বিদ্যুৎ বন্টন কোম্পানির কর্মীদের এবং তাদের গাড়ি আটক না করে তাদের সঙ্গে সহযোগিতা করুন। দ্রুততার সঙ্গে যেসব জায়গায় সমস্যা হচ্ছে সেই সব সমস্যা মিটিয়ে ফেলা হবে। এর পাশাপাশি ঝড়ে যে কোন জায়গার গাছ বিদ্যুৎ তারের উপর পরে তাহলে আপনারা দ্রুত ৮৯০০৭৯৩১০০ এই নাম্বারে লোকেশন দিয়ে হ্যোয়াটস আপ করলেই দ্রুত বিদ্যুৎ দপ্তরের লোক ঘটনাস্থল পৌঁছে যাবে। আপনারা নিজে সেই কাজ করতে যাবেন না।