শিলিগুড়ি বিধান মার্কেট সবজি বাজারে অভিযান চালালো টাস্ক ফোর্স

12

শিলিগুড়ি, ২৫ নভেম্বরঃ আলু ও পেঁয়াজের দাম রবিবারের পর থেকে কিছুটা হলেও কমবে বলে আসস্ত করেছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। চড়া দামের অভিযোগ ছিলই। নিতান্ত চাপে পড়েই শিলিগুড়ি বিধান মার্কেট সবজি বাজারে অভিযান চালালো টাস্ক ফোর্স। শিলিগুড়ি শহরের বিধান মার্কেটে রসুন, আদা, পিঁয়াজ, কাঁচা লঙ্কা ছাড়াও অন্যান্য কাঁচা সবজির দর দাম সংক্রান্ত বিষয়ে ব্যবসায়ীদের থেকে খোঁজ খবর নেন তাঁরা। একই সঙ্গে আমদানীকৃত মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বিক্রির জন্য ব্যবসায়ীদের হুঁশিয়ারি দেয় টাস্ক ফোর্সের ওই দলটি।

কৃষি বিপনন আধিকারিক বিমান পাল বলেন, আলু এবং পেঁয়াজের দাম যাতে নিয়ন্ত্রণে থাকে সে বিষয় ব্যাবসায়ীরা আসস্ত করেছেন। টাস্ক ফোর্স চলে যাওয়ার পর আবার বেড়ে যায় জিনিসপত্রের দাম।

সেই প্রসঙ্গে, শিলিগুড়ি নিয়ন্ত্রিত বাজারের সচিব অনুপম মিত্র বলেন,আমাদের এই অভিযান নিয়মিত চলবে। প্রতিটি বাজারে নিয়মিত পরিদর্শন করা হবে।