মাথাভাঙ্গা, ৮ ফেব্রুয়ারিঃ সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো মাথাভাঙ্গায়। ভয়াবহ অগ্নিকাণ্ড ধুলিস্যাৎ তিনটি দোকান। ওই ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতাল সংলগ্ন কান্দুরামোড় এলাকায়। এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। যদিও দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর কর্মীরা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এদিন সকালে আগুন লাগে,তবে সম্ভবত শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে বলে অনুমান তাদের কিন্তু বারবার ফোন করার পরও দমকল ঠিক সময়ে আসেনি। পাশপাশি এলাকাবাসীদের আরও অভিযোগ যে দমকল এলেও জলও বের হচ্ছিলো না দমকলের পাইপ থেকে। দমকলের গাফিলতির জেরেই আগুন এতটা ভয়াবহতা রুপ ধারণ করে। যদি দমকল সঠিক সময়ে আসতো তবে তিনটি দোকানের মধ্যে হয়তো একটি রক্ষা পেতো বলে দাবি তাদের।