খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৫ অগাস্ট, নয়াদিল্লিঃ “অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে মণিপুরের মহিলাদের। তবে এখন ধীরে ধীরে মণিপুরে শান্তি ফিরছে” মঙ্গলবার স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে দেশবাসীর উদ্দেশে ভাষণে এমনই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সকালে ভারতের ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করতে দিল্লির লালকেল্লায় পৌঁছন প্রধানমন্ত্রী। সেখানেই তাঁর মুখে উঠে আসে ভারতের উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে হওয়া হিংসার প্রসঙ্গ।
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকল দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তাঁর দশম বক্তৃতা শুরু করেন। ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুত হয়েছিল লালকেল্লা। সেখান থেকেই দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজঘাটে গান্ধিজির প্রতি শ্রদ্ধা জানিয়ে লালকেল্লায় পৌঁছন তিনি। জাতীয় পতাকা উত্তোলন করেন, এবং তাঁকে সাহায্য করেন মেজর নিকিতা নায়ার, মেজর জসমিন কৌর।
বক্তব্যের শুরুতেই দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। স্মরণ করেন গান্ধিজি, ভগৎ সিং, ঋষি অরবিন্দ সহ মহান মানবদের। তাঁর কথায় উঠে আসে দেশপ্রেমীদের সংগ্রামের কথা, লড়াইয়ের কথা। মোদির স্বাধীনতা দিবসের বক্তৃতায় উঠে আসে মণিপুর প্রসঙ্গ।
লালকেল্লা থেকে মোদি বলেন, ‘‘মণিপুর-সহ বিভিন্ন জায়গায় যে হিংসার ঘটনা ঘটেছে, তা দুঃখজনক। মণিপুরের মহিলাদের উপর অনেক নির্যাতন হয়েছে। কিন্তু বিগত কয়েক দিন ধরে সে রাজ্যে শান্তি ফিরেছে। দেশ মণিপুরের সঙ্গে আছে। কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে সেই শান্তি বজায় রাখার চেষ্টা করবে।’’
মণিপুর প্রসঙ্গ ছাড়াও তাঁর বক্তৃতায় উঠে আসে দেশের যুব শক্তির প্রসঙ্গ। দেশের যুবশক্তি যে দেশকে এগিয়ে নিয়ে যাবে, একথাও স্বাধীনতা দিবসের ভাষণে বলেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, বিজেপি সরকারের সময় কালে দেশবাসীর আর্থিক অবস্থার উন্নতি হয়েছে।
তাঁর সরকারের সময়কালে ঘরে ঘরে পানীয় জল পৌঁছেছে বলেও দাবি করেন। এদিন দেশকে দুর্নীতিমুক্ত করার ডাক দিয়েছেন। ডাক দিয়েছেন দেশের অখণ্ডতা রক্ষা করার। তিনি জানান, ২০৪৭ সালে ভারত উন্নত দেশে পরিণত হবে। এদিন বিশ্বমঞ্চে ‘ডিজিটাল ইন্ডিয়া’র সাফল্য তুলে ধরেন প্রধানমন্ত্রী।
শুধু দিল্লি বা মুম্বইয়ের মতো মহানগর নয়, আজ ভারতের প্রত্যন্ত প্রান্তেও প্রযুক্তি পৌঁছে গিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তাৎপর্যপূর্ণ ভাবে, এদিন ‘রাইজিং ইন্ডিয়া’র বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুনিয়ায় নতুন মোড় এসেছিল। করোনা পরবর্তী পরিস্থিতিতে একইভাবে কৌশলগত দিক থেকে শক্তির নতুন ভারসাম্য তৈরি হয়েছে বিশ্বে।”