খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৪ জুন, মাথাভাঙ্গা: তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল মাথাভাঙ্গা মহাকুমাতে। মাথাভাঙ্গা এক নং ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েত এলাকার বড় কাউয়ার ডারা ২৩৯ নং বুথে ঠাকুরের বাসা কুঞ্জ বিহারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে শুক্রবার রাতে গ্রিলের তিনটি তালা ভেঙে ঘরে থাকা টিভি, চেয়ার টেবিল সহ অন্যান্য সামগ্রী তছনছ করে পালিয়ে যায় দুষ্কৃতীরা বলে অভিযোগ। পাশাপাশি নির্বাচনী প্রচারে নিয়ে আসা পতাকা ব্যানার ফেস্টুন সমস্ত কিছু নিয়ে যায় বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
খবর চাউর হতেই এলাকায় ক্ষোভের সৃষ্টি হয় এবং তৃণমূল কর্মী-সমর্থকরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থানে বসেন। তাদের দাবি অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে। তৃণমূলের অঞ্চল কমিটির সভাপতি সঞ্জয় বিশ্বাস এবং দলের নেতা আশুতোষ সাহা বলেন, ‘ভোটের আগে এলাকার শান্ত পরিবেশকে অশান্ত করবার জন্য এই কাণ্ড ঘটিয়েছে বিজেপি।’ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসেন মাথাভাঙ্গার থানার বিশাল পুলিশ বাহিনী। মাথাভাঙ্গার মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মন্ডল এবং আইসি ভাস্কর প্রধান জানান গোটা ঘটনার তদন্ত করবে মাথাভাঙ্গা থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
পাশাপাশি এদিন দোষীদের গ্রেপ্তারের দাবিতে তৃণমূলের কংগ্রেস কর্মী সমর্থক এবং প্রার্থীরা সকলেই রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেন। বিজেপির জেলা নেতা অভিজিৎ বর্মন জানান, এই চুরির সঙ্গে বিজেপির কোনো যোগ সাজস নেই। তাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে।