খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৭ জুন, জলপাইগুড়িঃ দিনদুপুরে মিড ডে মিল কর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরি। খোয়া গেল নগদ টাকা, গয়না। মঙ্গলবার জলপাইগুড়ি শহরের জয়ন্তীপাড়ার এই ঘটনায় প্রশ্নের মুখে শহরের নাগরিক নিরাপত্তা। জানা গিয়েছে, এদিন জয়ন্তীপাড়ার বাসিন্দা মিড ডে মিল কর্মী মায়া দেবী রায়ের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।
মায়া দেবী জানান, মিড ডে মিলের রান্না করতে গিয়েছিলেন তিনি। ফিরে দেখেন আলমারি ভেঙে গয়না এবং নগদ ষাট হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্হলে আসে কোতয়ালি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।