খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৪ জুলাই, ময়নাগুড়ি: শ্রাবণ মাস উপলক্ষে ময়নাগুড়ির বিখ্যাত শৈব্যতীর্থ জল্পেশ মন্দিরে শিবের পুজো এবং মেলার আসর বসেছে। প্রতিদিনই দূরদূরান্ত থেকে আসছেন পুণ্যার্থীরা। তবে সবচেয়ে বেশি ভিড় হয় রবিবার রাত এবং সোমবারে।
রবিবার রাতেও জলপাইগুড়ি থেকে দলে দলে পুণ্যার্থীরা জল্পেশের উদ্দেশ্য রওনা দিয়েছিলেন। সেরকমই এদিন ২৮জনের পুণ্যার্থীদের একটি দল একটি পিকআপ ভ্যান নিয়ে যাচ্ছিলেন জল্পেশের উদ্দেশ্য। মাঝপথে পুণ্যস্নান করার জন্য ৩১নং জাতীয় সড়কের ধারে গাড়ি রেখে তিস্তা নদীতে নামেন তারা।
দলের ১১জন তাদের স্মার্টফোন গাড়ির ডিকিতে রেখে যান। ফিরে এসে দেখেন ডিকি ভাঙা এবং মোবাইলগুলি উধাও। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ওই এলাকায় প্রচুর পুণ্যার্থীদের গাড়ি রাখা ছিল। ট্রাফিক নিয়ন্ত্রনের জন্য পুলিশও ছিল কিছুটা দূরেই। তারই মধ্যে এই ঘটনা কিভাবে ঘটল, দুষ্কৃতীরা এত সাহস পেলো কিভাবে তা নিয়েই প্রশ্ন উঠছে।
ঘটনার খবর যায় জলপাইগুড়ির যুব তৃণমূল নেতা অজয় সাহা’র কাছে। তিনি ঘটনাস্থলে যান এবং ওই পুণ্যার্থীদের নিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় আসেন। সেখানে অভিযোগ জানানো হয়। দুষ্কৃতীদের চিহ্নিত করে দ্রুত মোবাইলগুলি উদ্ধারের দাবি করেছেন পুণ্যার্থীরা। ঘটনার তদম্ত শুরু করেছে পুলিশ।