সীমান্তে গ্রামবাসীদের ফসল বাংলাদেশীরা কেটে ফেলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা

42

মালদা, ১৮ জানুয়ারি : মালদার ভারত বাংলাদেশ সীমান্ত বৈষ্ণবনগর থানার সুখদেবপুরে নতুন করে ব্যাপক উত্তেজনা। বাংলাদেশিরা ঢুকে পড়ে ভারতে। এরপর ভারতীয় গ্রামবাসী ও বিএসএফ তেড়ে গেলে সেখান থেকে তারা পালিয়ে যায়।

সুখদেবপুর গ্রামবাসীদের অভিযোগ, বাংলাদেশিরা তাদের ফসল রাতের অন্ধকারে কেটে নিয়ে গেছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফদের সাথে নিয়ে ফসল কেটে নিয়ে যাওয়ার জায়গা দেখাতে গিয়েছিলেন গ্রামবাসীরা। অভিযোগ ঠিক সেই সময় ওপার বাংলার বিজিবিদের সহযোগিতায় বাংলাদেশিরা তাদের উপর হামলা করে। ইট পাটকেল ছোড়া হয়। এমনকি বিএসএফদের উপরেও হামলা করা হয় বলে অভিযোগ। পরে সুখদেবপুরের গ্রামবাসীরা একত্রিত হয়ে জমায়েত হতে শুরু করলে পালিয়ে যায় বাংলাদেশিরা। আর এই ঘটনাকে ঘিরে আবারো উত্তেজনা ছড়িয়েছে সীমান্ত এলাকায়।