ফাঁকা বাড়ির সুযোগে দুঃসাহসিক চু*রির ঘটনায় চাঞ্চল্য মালদায়

26

মালদা, ১৯ জানুয়ারি : ফাঁকা বাড়ির সুযোগে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার কামালপুর এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের ধারের বাড়িতে তালা ভেঙে চুরি। পাশে রয়েছে পেট্রোল পাম্প,জুয়েলারি প্রতিষ্ঠিত দোকান এত গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তারক্ষীর নজরদারি এরিয়ে এই ধরনের চুরির ঘটনায় এলাকার মানুষও আতঙ্কিত। একের পর এক চুরির ঘটনা এলাকা জুড়ে ঘটেই চলেছে এমনই বলছে স্থানীয়রা।

জানা গেছে, এলাকারই বাসিন্দা বঙ্কিম মন্ডলের বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে। গৃহকর্তা বর্তমানে কর্মসূত্রে ভিন রাজ্যে রয়েছে। এদিকে স্ত্রী চুমকি মন্ডল সহ পরিবারের অন্যান্যরা আত্মীয়ের বাড়িতে একটি অনুষ্ঠানের যোগ দিতে শনিবার যায়। আর এদিকে রাতে বাড়ি ফাঁকা থাকার সুযোগে চোরেরা মূল দরজার তালা ভেঙে বাড়ির সমস্ত কিছু লণ্ডভণ্ড করে টাকা অলংকার সহ বেশ কিছু মূল্যবান সমগ্র নিয়ে চম্পট দেয়।

পরিবারের সদস্যরা বাড়ি ফিরে এসে দেখেন সকেশ আলমারির তালা ভেঙে সমস্ত কিছু নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। সোনা চান্দির প্রায় দশ ভরি অলংকার, নগদ দুই হাজার টাকা ও কিছু বাসন নিয়ে চম্পট দিয়েছে চোরেরা এমনটা জানাচ্ছে পরিবারের লোকজন। ঘটনায় চুরি যাওয়া জিনিস উদ্ধার হোক এমনটাই চাইছে পরিবারবর্গ। ওই চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সংশ্লিষ্ট এলাকাজুড়ে।

এদিকে এই ধরনের চুরির ঘটনায় এলাকাবাসীও আতঙ্কিত। একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলছে এলাকাবাসী। নেশায় আসক্তরা এই ধরনের চোটের ঘটনায় যুক্ত হতে পারে এমনটাও মনে করছে এলাকাবাসী। তবে পেট্রোল পাম্প ও জুয়েলারির শোরুম এলাকায় রয়েছে। তার মাঝে এই ধরনের চুরির ঘটনা বেড়ে চলাই, যথারীতি নিরাপত্তার দাবি করছে এলাকাবাসী।