পূর্ব বর্ধমান, ২১ জুলাইঃ জেনেটারের গোডাউনে শর্ট সার্কিট থেকে ভয়াবহ আগুন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনার লক্ষণপাড়া এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে কালনা দমকলের দুটি ইঞ্জিন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকাজুড়ে। জানা যায়, শনিবার একটি বাড়িতে থাকা জেনেটারের গোডাউনে শর্ট সার্কিট থেকে আগুন লাগে।
প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শনিবার দুপুরে জেনেটার এর একটি গোডাউনে হঠাৎই আগুন লেগে যায়। এখানে মজুদ জেনেটার এর তেল থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ প্রসঙ্গে বাড়ির মালিক সঞ্জীব নাগ তিনি জানান, চকবাজার সহ আশেপাশের এলাকায় জেনেটার এর লাইন দেয়া হতো, সেই জেনেটার এর ঘরেই সর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়।
ঘটনাস্থলে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ, কালনার পৌরপতি আনন্দ দত্ত, উপ পৌরপতি তপন পরেল,সহ অন্যান্য কাউন্সিলরা।