ময়নাগুড়ি, ২২ মে: গাছ থেকে উদ্ধার এক বৃদ্ধের ঝুলন্ত দেহ। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ময়নাগুড়িতে। জানা গেছে, মৃত ব্যক্তির নাম জিতেন রায় (৬৫)। তার বাড়ি ময়নাগুড়ি ব্লকের জল্পেশ সংলগ্ন এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর বেলা বাড়ির পাশের অদূরে এক গাছে ঝুলন্ত অবস্থায় ওই বৃদ্ধকে দেখতে পান প্রতিবেশী। দ্রুত পরিবারের লোকদের খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছান। খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানায়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে জলপাইগুড়ি মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও কি কারণে এই ধরনের ঘটনা ঘটিয়েছে ওই ব্যক্তি তা জানেন না পরিবারের সদস্যরা।
এই বিষয়ে মৃত ব্যক্তির বড় ছেলে ননী রায় বলেন, “বাড়িতে কোনো রকম ঝামেলা বা অশান্তি ছিল না। বাড়িতে আমাদের কোনো রকম সমস্যাও ছিল না। তবে কি কারণে এই ধরনের ঘটনা ঘটিয়েছে তা আমাদের জানা নেই।”