দিনে দুপুরে ঘরের তালা ভেঙ্গে চু*রির ঘটনায় চাঞ্চল্য তুফানগঞ্জে

17

প্রদীপ কুন্ডু,তুফানগঞ্জ: দিনে দুপুরে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছাড়ালো। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১ নং ব্লকের অন্তর্গত নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের লোহাগাড়ী এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই বাবাও ছেলে দরজায় তালা ঝুলিয়ে নিজেদের কাজ কর্মের উদ্দেশ্যে বেরিয়ে যায়।পরবর্তীতে দুপুর দুটো নাগাদ তার ছেলে বাপি সাহা বাড়িতে এসে দেখতে পায় দরজার তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে। ঘরের ভিতরে যিনি সমস্ত লন্ডভন্ড করা। বাপি জানায় তার দিদির বিয়ে হয়েছে বাড়িতে এখন শুধুমাত্র বাপি এবং তার বাবাই থাকে বলে সে জানে। প্রতিদিনের মতোই সে সকালে বাড়ির দরজা বন্ধ করে দোকানে যায়।

এদিকে বাপি জানায় প্রায় দুই লক্ষাধিক টাকার উপর তার ক্ষতি হয়েছে। তার দোকানে থাকা ১৫ গ্রাম সোনা এবং ১ কেজি রুপা চোরেরা নিয়ে যায়। এদিকে ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ। তবে বারংবার তুফানগঞ্জ শহর এবং শহর সংলগ্ন এলাকা গুলিতে চুরির ঘটনাগুলি প্রকাশ্যে আসছে। ঘটনার জেরে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায়।