গৃহবধূর ঝু*লন্ত দে*হ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য মালদায়

23

মালদা, ১০ সেপ্টেম্বর: গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কালিয়াচকের উমাকান্ত টোলা এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ওই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে। পরিবারের অভিযোগ, ওই গৃহবধূকে খুন করা হয়েছে। পরিবারের তরফে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়।

মৃত গৃহবধূর নাম চুমকি মণ্ডল (২৬)।বাড়ি কালিয়াচকের জালুয়াবাথাল গ্রাম পঞ্চায়েতের কদমতলা এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় সাড়ে ছয় বছর আগে উমাকান্ত তোলার বাসিন্দা রতন মণ্ডল নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় চুমকিদেবীর। পরিবারের আরও অভিযোগ, রতম মদ্যপান করে চুমকিদেবীকে মারধর করত। গতকাল বিকেলে চুমকিদেবীর প্রতিবেশীরা বাবার বাড়ির লোকেদের ফোন করে ঝুলন্ত দেহ উদ্ধারের খবর জানান।

মেডিক্যালে ছুটে এসে পরিবারের লোকজন দেখেন চুমকিদেবীর স্বামী মেডিক্যালে চুমকিদেবীর দেহ ফেলে পালিয়ে গিয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালের মর্গে পাঠানো হয়েছে।ওই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকাজুড়ে।