ওয়েব ডেস্ক, ৩০ অক্টোবরঃ এবার থেকে শুধুমাত্র লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতেই নিয়োগ হবে এসএসসি-তে, হবেনা কোন ইন্টারভিউ-কাউন্সিলিং। অন্যদিকে প্রার্থীকে প্রাথমিক ও উচ্চপ্রাথমিকের জন্য আলাদা আলাদা আবেদন করতে হবেনা বলেও জানিয়েছে শিক্ষা দপ্তর।
এতে পরীক্ষার পর ৬ থেকে ৮ মাসের মধ্যেই শেষ করা যাবে নিয়োগ প্রক্রিয়া বলে মনে করছেন শিক্ষাবিদরা। এবার থেকে আর একজন প্রার্থীকে বিভিন্ন শ্রেণিতে নিয়োগের জন্য বারংবার আবেদন করতে হবে না। যে কোনও শ্রেণিতে নিয়োগের জন্য একবারই আবেদন করবেন একজন প্রার্থী। একবার আবেদন পত্র জমা করলে প্রার্থী পছন্দ মতো শ্রেণিতে নিয়োগের পরীক্ষা দিতে পারবেন।
শুধুমাত্র লিখিত পরীক্ষা ছাড়া আর কোনও মৌখিক পরীক্ষা বা কাউন্সিলিং দিতে হবে না আবেদনকারীকে।