এবার ভাঙ্গন বাম শিবিরে, অভিজিতের হাত ধরে সুটকাবাড়িতে ৩০ পরিবার যোগ দিলেন তৃণমূলে

171

কোচবিহার, ১৮ জুন: এবার বামফ্রন্ট শিবিরে ভাঙ্গন কোচবিহারে। বুধবার সন্ধ্যায় বামফ্রন্ট ছেড়ে
৩০ টি পরিবার তৃণমূলে যোগ দেয়।কোচবিহারের
সুটকাবাড়ি তে ওই যোগদান কর্মসুচি হয়।উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক তাদের হাতে দলের পতাকা তুলে দেন। উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন তৃণমূলের কোচবিহার ১ এ ব্লকের তৃণমূল সভাপতি কালি শংকর রায়, অঞ্চল সভাপতি সহ অন্যান্যরা।

এদিন সেখানে তৃণমূলের সভা হয়। ওই সভা ঘিরেও ছিল মানুষের ঢল। এদিন বাম শিবিরের ভাঙন তাতে বাড়তি মাত্রা যোগ করে। গতকাল বিজেপি ছেড়ে বেশ কিছু পরিবার তৃণমূলে যোগ দেন কোচবিহারে। তুফানগঞ্জের ২ নম্বর ব্লকের এক গ্রাম পঞ্চায়েত সদস্যও তৃণমূলের পতাকা তুলে নেন দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের হাত থেকে।

তৃণমূল শিবিরের দাবি, আরও বহু মানুষ বিভিন্ন দল থেকে তাদের দলে যোগ দেবেন।