মাথাভাঙা, ১৬ অক্টোবরঃ বিশ্ব ডিম দিবসকে সামনে রেখে ডিম বিতরণ হলো মাথাভাঙ্গাতে।এদিন মাথাভাঙ্গা ১ নং ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের জোরশিমুলি এলাকায় বন্যার্তদের হাতে এই ডিম তুলে দেওয়া হয়।ডিম তুলে দেওয়া হয় ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশন কোচবিহার জেলা কমিটির পক্ষ থেকে। এদিন ওই এলাকায় প্রায় ৪ হাজার সেদ্ধ এবং কাঁচা ডিম তুলে দেওয়া হয় প্রত্যেকের হাতে।
এদিনের ডিম বিতরণ প্রসঙ্গে ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের কোচবিহার জেলা কমিটির সভাপতি বিশ্বনাথ ঘোষ বলেন বন্যা কবলিত এলাকার জন্য ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের পক্ষ থেকে ৫০ হাজার ডিম বরাদ্দ হয়েছে।
গত ১০ ই অক্টোবর বিশ্ব ডিম দিবস ছিল সেই দিবসকে সামনে রেখেও হয় এই কর্মসূচি। ইতিমধ্যেই ঘুঘুমারি এবং ফাঁসির ঘাট এলাকায় ডিম বিতরণ হয়েছে আজ কেদারহাট এলাকায় হলো।




