খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৫ জুলাই, হরিদ্বারঃ লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। প্রবল বৃষ্টি এবং বন্যায় হরিদ্বারে ৭ বছরের শিশু সহ ৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, হরিদ্বারের লাকসার এলাকার হবিবপুর কুন্ডি গ্রামের বাসিন্দা সতপলের (৪৭) মৃত্যু হয়েছে। অজয় কুমার নামে ২৭ বছরের এক যুবকেরও মৃত্যু হয়েছে। তিনি বাসেরি খাদার এলাকার বাসিন্দা। জলের তোড়ে ভেসে গিয়ে তাঁদের মৃত্যু হয়েছে। রুরকি এলাকায় ভারী বর্ষণের জেরে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে সাত বছরের শিশুর।
সে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের অতিরিক্ত সচিব সেভিন বনশল জানিয়েছেন, গত কয়েক দিনে ভারী বর্ষণের কারণে রাজ্যের বিভিন্ন এলাকায় জল জমেছে। বিশেষত, হরিদ্বারের বিভিন্ন এলাকা জলমগ্ন। ৫১১টি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। লাকসার, হরিদ্বার, ভগবানপুর, রুরকির গ্রামগুলির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হয়েছে। খাবার, পানীয়জল দেওয়া হয়েছে। হরিদ্বারে প্লাবিত এলাকাগুলিতে পুলিশ, সেনা মোতায়েন করা হয়েছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বৃহস্পতিবার হরিদ্বারের বন্যাকবলিত এলাকাগুলি পরিদর্শনে গিয়েছিলেন। তিনি সেখানকার মানুষের সাহায্যে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সরকারি আধিকারিকদের।