খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৬ জুন, মেখলিগঞ্জ: আজ ২৬শে জুন তিনবিঘা শহিদ দিবস৷ এদিন শহিদ বেদিতে মাল্যদান বয়কটের ডাক দিয়ে নিজেদের মতো করেই শহিদ বেদিতে মাল্যদান করলেন শহিদ পরিবারের সদস্যরা। প্রত্যেক বছর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শহিদ বেদিতে মাল্যদান করতে আসেন৷ কিন্তু এবছর শহিদ বেদির সামনে পোস্টার- মাল্যদানে বয়কটের ডাক দিয়েছেন শহিদ পরিবারগুলি। এসবকিছু জানাজানি হতেই রাজনৈতিক দলের নেতাদের গরহাজির থাকতে দেখা গেল তিনবিঘাতে। আসলে নেতারা প্রতিশ্রুতি দিয়ে তা পালন করতে পারেননি সেকারণেই কি এবছর তাদের দেখা মেলেনি, এই নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
উল্লেখ ১৯৮১সালে মেখলিগঞ্জ ব্লকের তিনবিঘা করিডর হস্তান্তরের প্রতিবাদ করতে গিয়ে শহিদ হন সুধীর রায়। ১৯৯২সালে শহিদ হন ক্ষীতেন অধিকারী ও জীতেন রায়। এরপর থেকেই ২৬শে জুন দিনটিকে শহিদ দিবস হিসাবে পালন করা হয়৷ শহিদ পরিবারের অভিযোগ প্রায় ৩১বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ২৬শে জুন দিনটিতে শহিদ বেদিতে মাল্যদান করেন, তাদের নানান আশ্বাস দিয়ে যান কিন্তু বাস্তবে কোন প্রতিশ্রুতি তারা পূরণ করতে পারেননি। তাই এবছর তারা শহিদ বেদিতে অনির্দিষ্ট কালের জন্য মাল্যদানে বয়কটের ডাক দিয়েছেন। এই নিয়ে শহিদ ক্ষীতেন অধিকারীর ছেলে পুলক অধিকারী জানিয়েছেন, নেতাদের মিথ্যে প্রতিশ্রুতি তারা আর শুনতে চান না। তাই এবার সমস্ত রাজনৈতিক দলের মাল্যদান বয়কট করেছেন৷ এই নিয়ে শহিদ সুধীর রায়ের ছেলে জানিয়েছেন, আমাদের কর্ম সংস্থানের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এভাবেই অনির্দিষ্টকালের জন্য শহিদ বেদিতে তারা কোনও রাজনৈতিক দলকে মাল্যদান করতে দেবেন না।