আশ্বাস সত্ত্বেও মেলেনি চাকরি, তিনবিঘা শহিদ দিবসে রাজনৈতিক নেতাদের বয়কট স্হানীয়দের

Date:

Share post:

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৬ জুন, মেখলিগঞ্জ: আজ ২৬শে জুন তিনবিঘা শহিদ দিবস৷ এদিন শহিদ বেদিতে মাল্যদান বয়কটের ডাক দিয়ে নিজেদের মতো করেই শহিদ বেদিতে মাল্যদান করলেন শহিদ পরিবারের সদস্যরা। প্রত্যেক বছর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শহিদ বেদিতে মাল্যদান করতে আসেন৷ কিন্তু এবছর শহিদ বেদির সামনে পোস্টার- মাল্যদানে বয়কটের ডাক দিয়েছেন শহিদ পরিবারগুলি। এসবকিছু জানাজানি হতেই রাজনৈতিক দলের নেতাদের গরহাজির থাকতে দেখা গেল তিনবিঘাতে। আসলে নেতারা প্রতিশ্রুতি দিয়ে তা পালন করতে পারেননি সেকারণেই কি এবছর তাদের দেখা মেলেনি, এই নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

উল্লেখ ১৯৮১সালে মেখলিগঞ্জ ব্লকের তিনবিঘা করিডর হস্তান্তরের প্রতিবাদ করতে গিয়ে শহিদ হন সুধীর রায়। ১৯৯২সালে শহিদ হন ক্ষীতেন অধিকারী ও জীতেন রায়। এরপর থেকেই ২৬শে জুন দিনটিকে শহিদ দিবস হিসাবে পালন করা হয়৷ শহিদ পরিবারের অভিযোগ প্রায় ৩১বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ২৬শে জুন দিনটিতে শহিদ বেদিতে মাল্যদান করেন, তাদের নানান আশ্বাস দিয়ে যান কিন্তু বাস্তবে কোন প্রতিশ্রুতি তারা পূরণ করতে পারেননি। তাই এবছর তারা শহিদ বেদিতে অনির্দিষ্ট কালের জন্য মাল্যদানে বয়কটের ডাক দিয়েছেন। এই নিয়ে শহিদ ক্ষীতেন অধিকারীর ছেলে পুলক অধিকারী জানিয়েছেন, নেতাদের মিথ্যে প্রতিশ্রুতি তারা আর শুনতে চান না। তাই এবার সমস্ত রাজনৈতিক দলের মাল্যদান বয়কট করেছেন৷ এই নিয়ে শহিদ সুধীর রায়ের ছেলে জানিয়েছেন, আমাদের কর্ম সংস্থানের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এভাবেই অনির্দিষ্টকালের জন্য শহিদ বেদিতে তারা কোনও রাজনৈতিক দলকে মাল্যদান করতে দেবেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

থামল ক্যানসারের সঙ্গে লড়াই, প্রয়াত অভিনেতা অতুল পরচুরে

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৪ অক্টোবর, মুম্বই: প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেতা অতুল পরচুরে। জানা বিগত বেশ কয়েকবছর ধরে ক‍্যানসারে...

অনশন মঞ্চেই অজ্ঞান জুনিয়র ডাক্তার তনয়া, ভর্তি করা হল হাসপাতালে

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৪ অক্টোবর, কলকাতা:  অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন আর এক অনশনকারী জুনিয়র ডাক্তার তনয়া...

ডাক্তারদের অনশন নিয়ে মমতাকে খোলা চিঠি বিমানের, কী লিখলেন?

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৪ অক্টোবর, কলকাতা:  আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের হয়ে মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়কে খোলা চিঠি লিখলেন বামফ্রন্ট...

সিংটাম চা বাগানে আগুন, পুড়ে ছাই ১০৪ বছরের প্রাচীন বাংলো

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৪ অক্টোবর, দার্জিলিং: পুড়ে ছাই হয়ে গেল দার্জিলিংয়ের সিংটাম চা বাগানের ম্যানেজারের বাংলো। রবিবার গভীর...